খুলনার রূপসায় মাছের ঘেরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ এলাকায় পূর্ব শত্রুতার জেরে বাদশা মোল্লা নামে এক মৎস্যচাষীর মাছের ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লাখ টাকা বলে দাবি করেছেন ভুক্তভোগী।
বৃহস্পতিবার (১ মে) ভোরে ঘটনাটি ঘটে। পরে বিকেলে বাদশা মোল্লা রূপসা থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে তিনি জানান, ৬ বিঘা আয়তনের তিনটি ঘেরে চিংড়ি, সাদা মাছ ও রেনু পোনা চাষ করছিলেন। হঠাৎ ঘেরের সব মাছ মরে ভেসে ওঠে। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ ঘেরে বিষ প্রয়োগ করেছে। এতে তার প্রায় ২৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
মাছ নিধনের ঘটনায় বর্তমানে তিনি চরম অসহায় অবস্থায় পড়েছেন বলে জানান বাদশা মোল্লা।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, “ভুক্তভোগীর অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”