খুলনার রূপসায় কৃষি ব্যাংকে ১৬ লাখ টাকা লুট, থানায় তিন গার্ড জিজ্ঞাসাবাদে
খুলনার রূপসায় কৃষি ব্যাংকের গেট ও লকার ভেঙে প্রায় ১৬ লাখ টাকা লুট হয়েছে। এ ঘটনায় তিন নিরাপত্তা প্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল থেকে শুক্রবার (১৫ আগস্ট) রাত ১০টার মধ্যে কোনো এক সময়ে এ লুটের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ব্যাংকে ঢোকার আগে সিসিটিভি ক্যামেরাগুলো কাপড় দিয়ে ঢেকে দেয়।
জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে প্রহরী আবুল কাশেম ব্যাংকে এসে মেইন গেট ভাঙা অবস্থায় দেখতে পান। পরে ভেতরে ঢুকে দেখেন লকারও ভাঙা এবং সবকিছু এলোমেলো। ব্যাংকের কর্মকর্তারা ক্যাশ মিলিয়ে দেখেন ভল্ট থেকে ১৬ লাখ ১৬ হাজার টাকা নেই।
ব্যাংকের নিরাপত্তা প্রহরী আবুল কাশেম দাবি করেন, তার স্ত্রী অসুস্থ থাকায় তিনি সারাদিন ব্যাংকে ছিলেন না। তবে দুপুরে একবার ব্যাংকে এসে সব ঠিকঠাক দেখেছিলেন। তার মতে, বিকেলের দিকেই লুটের ঘটনা ঘটতে পারে।
কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, “ভল্টে থাকা ১৬ লাখ ১৬ হাজার টাকা লুট হয়েছে।”
রূপসা থানার ওসি তদন্ত আব্দুর সবুর জানান, তিন প্রহরী — আফজাল, আবুল কাশেম ও তরিকুলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তদন্ত চলমান রয়েছে।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “বৃহস্পতিবার বিকাল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে যেকোনো সময় লুটের ঘটনা ঘটতে পারে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তদন্ত প্রক্রিয়াধীন।”