খুলনার রূপসায় অস্ত্রসহ আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার
খুলনার রূপসা উপজেলার ডোবা গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রসহ আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ৫ নম্বর ঘাটভোগ ইউনিয়নের একটি ঘর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ঘাটভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিপুন দাস (৪১), ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নৃপেন মহলী (৪১) এবং জয় বাংলা ব্রিগেড সৈনিক লীগের থানা সেক্রেটারি অভিজিৎ মহান্ত (৩০)।
পুলিশের সূত্রে জানা যায়, এর আগের দিন সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ডোবা গ্রামে কয়েকজন সন্ত্রাসী স্থানীয় নিরীহ জনগণকে অস্ত্র দেখিয়ে ভয়ভীতি ও মারধর করছে। খবর পেয়ে রূপসা থানার ওসি মো. মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালান।
রাতভর অনুসন্ধানের পর মঙ্গলবার সকালে পুলিশ নিশ্চিত হয় যে, অভিযুক্তরা ডোবা গ্রাম থেকে প্রায় ২ কিলোমিটার দূরে একটি বিলের ভেতরে মাছের ঘের সংলগ্ন একটি কক্ষে অবস্থান করছে। পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয়, একটি বিদেশি পিস্তল (ম্যাগাজিনসহ), ২৪ ইঞ্চি লম্বা কাঠের বাটযুক্ত একটি রামদা ও একটি স্টিলের তৈরি চাকু।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গ্রেফতারকৃতরা আগ্নেয়াস্ত্র নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেন। ওসি মাহফুজুর রহমান জানান, গ্রেফতাররা পলাতক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ঘনিষ্ঠ ক্যাডার এবং এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে চাঁদাবাজি ও প্রভাব খাটিয়ে আসছিলেন। তাদের বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।