খুলনার রুপসা নদী থেকে কসাই জুয়েলের মরদেহ উদ্ধার
খুলনার কসাই আরিফ হত্যা মামলার অন্যতম আসামী জুয়েল শেখের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল সোয়া ৯টার দিকে রুপসা উপজেলার সেনের বাজার এলাকার নদীর চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, কসাই জুয়েল উপজেলার সিংহের চর আইচগাতীর বাসিন্দা জনৈক জহুর শেখের ছেলে। এ বিষয়ে রুপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহফুজুর রহমান নিশ্চিত করে বলেন, রুপসা উপজেলার সেনের বাজার এলাকায় মাংস বিক্রির টাকাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় তিনজন কসাইয়ের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে জুয়েল শেখ ও রুবেল শেখ মিলে কসাই আরিফকে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
এ ঘটনার পরপরই স্থানীয়রা কসাই জুয়েল শেখকে ধাওয়া দিলে আত্মরক্ষার্থে সে নদীতে ঝাঁপ দেয়। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ সকাল সোয়া ৯টার দিকে নদীতে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।