খুলনার রুপসা থেকে ৩ সন্ত্রাসী গ্রেফতার
খুলনার রুপসা উপজেলার মুসাব্বরপুর এলাকায় সেনাবাহিনী অভিযান চালিয়ে সন্ত্রাসী সোহাগসহ তিনজনকে গ্রেফতার করেছে। অভিযান ভোর থেকে সকাল ৭ টা পর্যন্ত চলে। পরে গ্রেফতারদের আর্মি ক্যাম্প থেকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
অভিযানটি পরিচালনা করেন মেজর আব্দুল্লাহ মোহাম্মাদ কায়েস। গ্রেফতার হওয়া বাকি দুজন হলেন-রুপসা উপজেলার বেলফুলিয়া নন্দনপুর বউ বাজার এলাকার মোহাম্মাদ ফেরদৌস লাদেন, মোঃ আব্দুল গফফারের ছেলে, যুগিহাটি ইউনিয়নের দেয়াড়া গ্রামের মহিবুল্লাহ গাজী ববি, গাজী দোস্তগীর মোহাম্মাদের ছেলে।