খুলনার বড় বাজারে পরিত্যক্ত ভবনে আগুন
খুলনার বড় বাজারের ডেল্টাঘাটে একটি পরিত্যক্ত ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ ৩ এপ্রিল রাত সোয়া ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছে অগ্নিনির্বাপক কেন্দ্র।
বয়রা ফায়ার সার্ভিসের ফাইটার সাদীন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, বড় বাজারের ডেল্টা এলাকার একটি পরিত্যক্ত ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। ভবনের নিচতলায় কয়েকটি দোকান রয়েছে। দ্বিতীয় তলায় আগুন দেখা মাত্র স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানায়। এরপর বয়রা অগ্নিনির্বাপক কেন্দ্র থেকে ৩টি এবং টুটপাড়া ফায়ার সার্ভিস থেকে ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
ফায়ার সার্ভিসের সদস্যরা আগুনের ব্যাপ্তি কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও এখনো পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে এখনো কোনো তথ্য জানা যায়নি।