খুলনার ফুলতলায় দেশি পিস্তল-গান ও গুলি উদ্ধার
খুলনার ফুলতলা থানাধীন পয়গ্রাম এলাকা থেকে একটি দেশি তৈরি পিস্তল, একটি পাইপগান ও পাঁচ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাত ১১টা ১০ মিনিটে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
খুলনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মুক্ত রায় চৌধুরী জানান, গোপন সংবাদের মাধ্যমে খবর পাই যে উপজেলার পয়গ্রামের বাসিন্দা হাসানুর ফকিরের বাড়ির বাইরে ফাঁকা স্থানে একটি ব্যাগে অস্ত্র ও গুলি রাখা আছে। খবর পাওয়ার পরপরই পুলিশ সেখানে অভিযান চালায়।
অভিযানে ব্যাগের ভেতর থেকে একটি উন্নত মানের পিস্তল, দেশি তৈরি একটি পাইপগান এবং পাঁচ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিয়ে কিছু বলতে পারেননি।
ট্যাগস :