খুলনার দৌলতপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা বকুল
খুলনার দৌলতপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘরবাড়ি হারানো এবং প্রতিবন্ধী সন্তানসহ দগ্ধ হওয়া এক অসহায় পরিবারের দায়িত্ব নিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।
বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে মহেশ্বরপাশা কালীবাড়ির কার্তিককুল এলাকায় রাশিদা বেগম ও তাঁর দুই প্রতিবন্ধী ছেলের বসতবাড়িতে আগুন লাগে। মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায় ঘরবাড়ি ও আসবাবপত্র। আগুন থেকে একজন সন্তানকে বের করা গেলেও, অন্যজনের মুখমণ্ডল ও শ্বাসনালী মারাত্মকভাবে দগ্ধ হয়।
সারারাত খোলা আকাশের নিচে কাটানো এই পরিবারটির খবর পেয়ে, রকিবুল ইসলাম বকুল তাৎক্ষণিকভাবে প্রতিনিধি পাঠিয়ে নিজ অর্থায়নে আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান এবং চিকিৎসার পূর্ণ দায়িত্ব নেন। দগ্ধ ব্যক্তি এখনও শঙ্কামুক্ত নন, ৪৮ ঘণ্টা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন।
এছাড়াও, ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য নতুন ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি নেতা বকুল।
উদ্ধার তৎপরতা ও হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিত করতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, দৌলতপুর থানা বিএনপি সভাপতি মুর্শিদ কামাল, সাধারণ সম্পাদক মিতুল মোড়ল, নারী নেত্রী সালমা বেগম ও মদিনা হাওলাদার প্রমুখ।