খুলনার দাকোপে লবণ পানি উত্তোলনের দায়ে দুইজনকে জরিমানা
খুলনার দাকোপ উপজেলার তিলডাঙা ইউনিয়নের গড়খালী এলাকায় শিবসা নদী থেকে অবৈধভাবে লবণ পানি উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৮ মে) দুপুর ১টায় পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন দাকোপ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন জাহাঙ্গীর। আদালত সূত্রে জানা যায়, গড়খালী এলাকায় বেশ কয়েকদিন ধরে শিবসা নদী থেকে অবৈধভাবে লবণ পানি উত্তোলন করে আসছিলেন কামরুল সরদার (৪৫) ও স্থানীয় ইউপি সদস্য মোয়াজ্জেম মোল্লা (৫৫)।
তাদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০-এর ২৯১ ধারা অনুযায়ী জনস্বার্থে ক্ষতিকর কাজ করার অভিযোগে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন তিলডাঙা ইউনিয়নের তহশিলদার অহিদ মুরাদ, অফিস সহকারী মো. কামরুল ইসলাম, তিলডাঙা পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসান আলী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও কৃষি ব্যবস্থার ক্ষতির কথা বিবেচনায় নিয়ে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।