খুলনার তালা- কয়রা সড়ক উন্নয়ন কাজ ধীরগতিতে, ডিসেম্বরেই শেষ হবে আশা
খুলনার তালা থেকে কয়রা পর্যন্ত যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন কাজ ধীরগতিতে এগোচ্ছে। ৫৩৫ কোটি টাকার প্রকল্প তিনবার সময় বাড়ানো সত্ত্বেও ঠিকাদারি প্রতিষ্ঠান এখনও কাজ শেষ করতে পারেনি। প্রকল্পের শেষ সময় অনুযায়ী চলতি ডিসেম্বরে কাজ শেষ হওয়ার কথা রয়েছে, তবে অর্ধেক কাজও শেষ হয়নি।
তালা থেকে কয়রা পর্যন্ত ৬০ কিলোমিটার সড়ক সম্প্রসারণ ও বাক সোজা করার কাজ চলছে। সড়ক ও জনপথ বিভাগের তথ্য অনুযায়ী, ২০২০ সালের জানুয়ারিতে তালা- কয়রা- পাইকগাছা সড়ক উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদিত হয়। দরপত্র শেষে ঠিকাদারি প্রতিষ্ঠান মোজাহের এন্টারপ্রাইজ কাজ পেয়েছিল, যার কার্যাদেশ ছিল ৩৩৯ কোটি ৫৮ লাখ ৪৭ হাজার টাকা।
প্রকল্পের সময়সূচি এবং ব্যয় ধীরে ধীরে বেড়েছে, ২০২২ সালের ৩০ জুন কাজ শেষ হওয়ার কথা ছিল। সময় তিন দফায় বাড়িয়ে ২০২৪ সালের ৩০ ডিসেম্বর করা হয়। ব্যয় বেড়ে ৫৩৪ কোটি ৫৮ লাখ টাকা হয়েছে।
সর্বশেষ সরজমিনে দেখা গেছে, বাক সোজা করার কাজ ৮০% শেষ, কিন্তু সড়ক সম্প্রসারণ ৪০% মাত্র শেষ হয়েছে। কিছু অংশে কাজ ১০% এরও কম। ফলে পথচারী ও যানবাহনে চরম ভোগান্তি তৈরি হচ্ছে।
স্থানীয়রা জানান, “আগে তালা থেকে কয়রা যেতে দেড় ঘণ্টা লাগত, এখন চার ঘণ্টা লাগে। তেলের খরচ বেড়েছে, ভাড়া দ্বিগুণ।”
সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ বলেন, “প্রকল্প ডিসেম্বরে শেষ হবে। জমি অধিগ্রহণে জটিলতার কারণে সময় বাড়ানো হয়েছে। এখন দ্রুত গতিতে বাক সোজা করার কাজ চলছে। ঠিকাদারকে সময়মতো কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।”
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার বলেন, ঠিকাদারের সঙ্গে যোগাযোগ চেষ্টা করা হলেও সফল হইনি। ধীরগতির কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।”