খুলনার চার সরকারি কলেজে নতুন অধ্যক্ষ, বিএল কলেজে দুইজন নতুন অধ্যাপক নিয়োগ
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউসি) খুলনার চারটি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ এবং ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজে (বিএল কলেজ) দুইজন নতুন অধ্যাপক পদায়ন করেছে।
নতুন অধ্যক্ষ পাওয়া কলেজগুলো হলো-সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ, লনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, কয়রা সরকারি মহিলা কলেজ, বাজুয়া কৈলাশগঞ্জ সরকারি মহিলা কলেজ।
এছাড়া খুলনার বিএল কলেজে গণিত বিভাগের মোঃ হাফিজুর রহমান এবং রাষ্ট্রবিজ্ঞানের এস. এম. শাহীনকে অধ্যাপক হিসেবে পদায়ন করা হয়েছে।
মাউসি’র জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সারা দেশের ৬৭টি সরকারি কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে ৬৪ জন অধ্যক্ষ এবং ৩ জন উপাধ্যক্ষকে বদলি ও পদায়ন করা হয়েছে।
খুলনায় নতুন পদায়ন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য-সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজে রাষ্ট্রবিজ্ঞানের একজন অধ্যাপককে অধ্যক্ষ করা হয়েছে।, খুলনা টিচার্স ট্রেনিং কলেজে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক অধ্যক্ষ হিসেবে যোগ দেবেন।, বাজুয়া কৈলাশগঞ্জ মহিলা কলেজে এবং কয়রা সরকারি মহিলা কলেজে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপকরা অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন।, মাউসি’র ইতিহাস বিভাগের এক অধ্যাপককে কয়রা সরকারি মহিলা কলেজে অধ্যক্ষ হিসেবে ও মোঃ সাইফুর রহমানকে টিচার্স ট্রেনিং কলেজে দর্শন বিভাগের অধ্যাপক হিসেবে ওএসডি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, আগামী ১৩ মে’র মধ্যে সকল বদলি হওয়া কর্মকর্তাকে পূর্ব কর্মস্থল থেকে অব্যাহতি নিতে হবে, অন্যথায় ঐ দিন বিকেল থেকে তাদের স্বয়ংক্রিয়ভাবে অব্যাহতি গ্রহণকারী হিসেবে গণ্য করা হবে।
এছাড়া, পিডিএস (PDS) সিস্টেমে লগইন করে অব্যাহতি ও যোগদানের প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশও দেওয়া হয়েছে।