খুলনার খালিশপুরে ইজিবাইক ছিনতাই, চালককে গলাকেটে হত্যার চেষ্টা
খুলনার খালিশপুরে ছিনতাইয়ের উদ্দেশ্যে এক ইজিবাইক চালককে গলাকেটে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১১ টার দিকে নগরীর খালিশপুর হাউজিং এলাকার হাফিজিয়া ফোরকানিয়া মাদ্রাসা গলির পুরাতন স্কুলের ভেতরে এ ঘটনা ঘটে। চালকের চিৎকারে আশপাশের লোকজন বের হয়ে আসলে দুর্বৃত্তরা ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর অবস্থায় চালক মোঃ জাহাঙ্গীরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। ঐ এলাকা থেকে মশিউর রহমান নামে এক যুবককে আটক করেছে পুলিশ। খালিশপুর থানার ওসি মো: রফিকুল ইসলাম জানান, সোমবার রাত সোয়া ১০ টার দিকে ৪ ব্যক্তি সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে ঘন্টা চুক্তিতে জাহাঙ্গীরের ইজিবাইক ভাড়া করে।
রাত পৌনে ১১ টার দিকে ওই দুর্বৃত্তরা খালিশপুর হাউজিং তিনতলা এলাকার হাফিজিয়া ফোরকানিয়া মাদ্রাসার গলির ভিতর পুরাতন স্কুলের নির্জন জায়গায় ঐ ইজিবাইক চালককে থামতে বলে। তারা চালক জাহাঙ্গীরকে জাপটে ধরে রাস্তার পাশে শুইয়ে গলায় ছুরি চালায়। এসময় চালক জাহাঙ্গীর চিৎকার ও গোঙাতে থাকে। শব্দ শুনে স্থানীয়রা বের হয়ে আসলে ৩ জন ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে মশিউর রহমান সাগর নামে একজনকে আটক করে স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশের নিকট হস্তান্তর করেছে।
তিনি আরো বলেন, পলাতক ব্যক্তিরা ইজিবাইক ছিনতাইকারী গ্রুপের সদস্য। তাদের গ্রেফতার পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। আহত ইজিবাইক চালককে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন আশংকামুক্ত। আহত ইজিবাইক চালক জাহাঙ্গীর দিঘলিয়া উপজেলার ফরমেশ খানা এলাকার জনৈক আব্দুল খালেক হাওলাদারের ছেলে। আটক মশিউর খালিশপুর থানা এলাকার আফজালের মোড় এলাকার জনৈক আফজালের বাড়ির ভাড়াটিয়া রুস্তম আলীর ছেলে।