খুলনায় ৭৩৬ লিটার বাংলা মদসহ ব্যবসায়ী গ্রেফতার
খুলনায় ৭৩৬ লিটার বাংলা মদসহ সেকেন্দার শিকু (৮৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বুধবার (৭ আগস্ট) দুপুর ১টার দিকে নগরীর রেল স্টেশন সংলগ্ন বার্মাশীল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
যৌথ বাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. রাসেদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক সেকেন্দার শিকু বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার তেলিগাতি এলাকার এমতাজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টা থেকে শুরু হয়ে প্রায় দুই ঘণ্টা ধরে যৌথ বাহিনীর (নৌবাহিনী ও পুলিশ) এই অভিযান চলে। অভিযানে সেকেন্দার শিকুর হেফাজত থেকে ৭৩৬ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়।
অভিযান শেষে আটককৃত শিকুকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ট্যাগস :