খুলনায় ৬০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্পের চুক্তি স্বাক্ষর
খুলনায় ৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। গতকাল (২৬ জুলাই) খুলনা ক্লাবে সুন্দরবন ডেল্টা উন্নয়ন উদ্যোগ (SDGI) এবং আরব কন্ট্রাক্টর-ওরাসকম পেনিনসুলা কনসোর্টিয়ামের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
এই প্রকল্প নবায়নযোগ্য জ্বালানি খাতে দেশের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে দেশের শীর্ষ অর্থনীতিবিদ, পরিবেশবিদ, বিদেশি বিনিয়োগকারী ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন SDGI চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী আজগর লবি। তত্ত্বাবধানে ছিলেন SDGI সদস্য সচিব এম এ এন শাহীন। বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের অধ্যাপক ড. শেখ মাহমুদুল হাসান, পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের ড. কাজী জাহাঙ্গীর হোসেন, ব্যবসায়ী জাহাঙ্গীর বিশ্বাস এবং খুলনা মহানগর বিএনপি সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা।
বিদেশি বিনিয়োগকারী কনসোর্টিয়ামের পক্ষ থেকে বক্তব্য রাখেন লি গ্যাং ঝাং শিয়াডং এবং শি সেং। তারা বলেন, এই প্রকল্প কেবল বিদ্যুৎ উৎপাদনের জন্য নয়, বরং উন্নয়ন, উদ্ভাবন ও টেকসই অর্থনীতির প্রতীক। এটি পরিবেশবান্ধব অবকাঠামো, কার্বন নিঃসরণ হ্রাস, ও সবুজ শিল্পায়নের দিকে অগ্রসর হওয়ার সুযোগ তৈরি করবে।
প্রকল্পটি একোয়াস্টার-এডভান্সড কো-অপারেশন কর্পোরেশন (ACORC)-এর সহায়তায় স্থানীয় ও বৈশ্বিক বিনিয়োগকারীদের অংশগ্রহণে বাস্তবায়িত হবে।
বক্তারা জানান, এই অংশীদারিত্বের মাধ্যমে খুলনায় নদীপথ ও পোর্ট সক্ষমতা বৃদ্ধি, পর্যটনকেন্দ্রিক অর্থনৈতিক উন্নয়ন, নিরাপদ শিল্পপুনর্ব্যবহার এবং সুন্দরবনভিত্তিক সবুজ প্রযুক্তি ও উৎপাদন ইকোসিস্টেম গড়ে তোলা হবে।
উল্লেখ্য, ৬০০ মেগাওয়াট ক্ষমতার এই প্রকল্পটি ২০০০ মেগাওয়াট নবায়নযোগ্য শক্তি উৎপাদনের বৃহৎ পরিকল্পনার প্রথম ধাপ। সরকারের লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে জাতীয় গ্রিডে অন্তত ২৫% বিদ্যুৎ সবুজ উৎস থেকে সরবরাহ নিশ্চিত করা। এই প্রকল্প সেই লক্ষ্য পূরণে এক বড় পদক্ষেপ।
অর্থনীতিবিদদের মতে, খুলনা অঞ্চলে নবায়নযোগ্য জ্বালানি খাতের এই বিনিয়োগ খুলনাকে দেশের শিল্প ও বাণিজ্যের নতুন কেন্দ্র হিসেবে গড়ে তুলবে। পাশাপাশি কর্মসংস্থান, প্রযুক্তি স্থানান্তর এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধির পথ তৈরি করবে।
অনুষ্ঠানে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়-“Let the Delta Shine, Let the Sundarbans Lead the Way.” এই চুক্তি খুলনার জন্য এক ঐতিহাসিক মুহূর্ত, যা টেকসই ও সবুজ ভবিষ্যতের পথে নতুন যাত্রা শুরু করল।