খুলনায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
খুলনায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভা শুরুর আগে ২৫ মার্চ কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গণহত্যার শিকার সকল শহিদের স্মরণে এক মিনিট নিরাবতা পালন করা হয়। এরপর জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “আমরা জাতি হিসেবে একটি ক্রান্তিকাল পার করছি। এ সময়ে যদি আমরা পিছপা হই, তাহলে জাতি হিসেবে আরও একবার আমাদের পিছিয়ে যেতে হবে।” তিনি আরও বলেন, “এমন একটি সময়ে ২৫ মার্চ গণহত্যা দিবসের তাৎপর্য সুদূরপ্রসারী। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ভিত্তি হিসেবে সামনে রেখেই আমাদের এগিয়ে যেতে হবে।”
অন্য অতিথিরা বলেন, “২৫ মার্চ আমাদের জাতীয় জীবনে একটি অন্যতম মাইলফলক। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চলাইট নামে নিরস্ত্র বাঙালীদের ওপর নির্বিচারে গণহত্যা চালায়। এটি ছিলো একটি প্রজন্মকে ধ্বংস করার জন্য এক নারকীয় পরিকল্পনা।”
তারা আরও বলেন, “পাকিস্তানি ঘাতকরা কেবল বাংলাদেশের নিরীহ সাধারণ মানুষদের হত্যা করেনি, তারা মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশের জ্ঞানী-গুণী বুদ্ধিজীবীদেরও হত্যা এবং শোষণ করেছে। পাকিস্তানিরা এখনও আমাদের কাজে অনুসরণ করে, তবে মুক্তিযোদ্ধাদের রক্ত বৃথা যায়নি।”
সভায় বক্তারা সবাইকে মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান এবং জাতির অগ্রগতির পথে একসাথে এগিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেন।