খুলনায় স্বর্ণের বার সহ মহিলা চোরাকারবারি আটক
খুলনা সাচিবুনিয়া মোড় থেকে ৫ পিচ স্বর্ণের বার সহ রোজি (৪২) নামে এক মহিলা চোরাকারবারিকে আটক করেছে লবনচরা থানা পুলিশ। শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় তাকে আটক করা হয়।
রোজি সাতক্ষীরা সদরের মোল্লাডাঙ্গী গ্রামের হাইবুল্লাহর স্ত্রী। পুলিশ জানায়, বিকেলে চেকপোস্ট পরিচালনার সময় সাচিবুনিয়া বিশ্বরোড় মোড় এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আসামির হেফাজত থেকে ৬২৩.৩৮ গ্রাম ওজনের ৫ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়।
স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৮৩ লাখ ৫০ হাজার টাকা। পুলিশের তদন্তে স্বর্ণের উৎস ও এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।