শর্ট সার্কিটে সিআইডি অফিসে আগুন
খুলনায় সিআইডি ভবনে অগ্নিকাণ্ড

খুলনার শিরোমনিতে অবস্থিত সিআইডি সদর দপ্তরের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১২ জানুয়ারি) দুপুর আনুমানিক দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আগুনে সিআইডির রাসায়নিক পরীক্ষকের কক্ষের আসবাবপত্র পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
খানজাহান আলী থানার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নির্বাপনে কাজ করে।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সিআইডি ভবনের চতুর্থ তলার রাসায়নিক পরীক্ষকের কক্ষে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত পুরো কক্ষে ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে একটি এসি বিস্ফোরিত হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পরপরই ভবনের অন্যান্য কক্ষ নিরাপত্তাজনিত কারণে তল্লাশি করা হয়।



















