খুলনায় সাবেক এমপি দাদু ভাইয়ের বাড়িতে সন্ত্রাসী হামলা
খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নুরুল ইসলাম দাদু ভাইয়ের বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ এপ্রিল) রাত ১০টার দিকে নগরীর বাবু খান রোডে অবস্থিত তার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
সন্ত্রাসীরা বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং তাদের ব্যবহৃত প্রাইভেটকার কুপিয়ে ক্ষতিগ্রস্ত করে। দাদু ভাইয়ের ছেলে আরিফুল ইসলাম লুনিক জানান, “রাত ১০টার দিকে মোটরসাইকেলে আসা ৫-৬ জন যুবক বাড়ির সামনে এসে চিৎকার করতে থাকে। একপর্যায়ে তারা গেট ভেঙে ভেতরে ঢুকে আমার গাড়ির টায়ার কুপিয়ে নষ্ট করে। এসময় গুলির শব্দও শোনা গেছে।”
তবে খুলনা সদর থানার ওসি বলেন, “গুলির কোনো আলামত পাওয়া যায়নি, তবে ধারালো অস্ত্র দিয়ে গাড়ির চাকা পাংচার করা হয়েছে।” তিনি আরও জানান, “কয়েকজন যুবক সাবেক এমপির ভাইপো জুম্মানকে ডাকাডাকি করছিল। কেন তাকে খোঁজা হচ্ছিল, তা তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগীরা অভিযোগ করলে মামলা হবে।”
প্রয়াত এমপি দাদু ভাইয়ের ছেলে লুনিক দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করছিলেন এবং ঈদ উপলক্ষে বাড়িতে এসেছিলেন। তবে পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে না বলে তিনি জানিয়েছেন।