খুলনায় সাংবাদিকদের নিরাপত্তা প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত
খুলনায় অনুষ্ঠিত তিন দিনব্যাপী “সাংবাদিকদের ডিজিটাল ও শারীরিক নিরাপত্তা” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে নগরীর হোটেল রয়েল ইন্টারন্যাশনালে অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র প্রদান করা হয় এ উপলক্ষে।
ইউনেস্কো-আইপিডিসির আর্থিক সহায়তায় নিউজ নেটওয়ার্ক এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। খুলনার বিভিন্ন সংবাদপত্র, অনলাইন এবং ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ২০ জন সাংবাদিক এতে অংশগ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, “প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। সাংবাদিকরা ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করেন, তাই তাদের নিরাপত্তা ও দায়িত্বশীলতা দুটোই জরুরি। প্রতিবেদনের কারণে যেন অন্য কারো নিরাপত্তা বিঘ্নিত না হয়, সে বিষয়ে সব সময় সচেতন থাকতে হবে।”
জেলা প্রশাসক আরও বলেন, “প্রত্যেকেই যদি নিজের সীমারেখা মেনে চলে এবং অপরকে কাজ করার সুযোগ দেয়, তাহলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।”
কর্মশালার সভাপতি ছিলেন নিউজ নেটওয়ার্কের সম্পাদক শহিদুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন নিউজ নেটওয়ার্ক খুলনার সমন্বয়কারী দিদারুল আলম, প্রশিক্ষক ও সাংবাদিক জিয়াউর রহমান, প্রশিক্ষক মীর রায়হান মাসুদ, নিউজ নেটওয়ার্ক কর্মকর্তা রেজাউল করিম।
এই প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকরা ডিজিটাল নিরাপত্তা, তথ্য সুরক্ষা, মাঠে কাজের সময় ঝুঁকি ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে হাতে-কলমে ধারণা লাভ করেন।