খুলনায় সহিংসতা হলে দায় নেবে না; বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
খুলনায় “শেখ বাড়ি” গুড়িয়ে দেওয়ার ঘটনায় বিবৃতি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, খুলনা জেলা শাখা। সংগঠনটি জানিয়েছে, যদি কোনো সহিংসতা হয়, তার দায় তারা নেবে না।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে সংগঠনের অফিশিয়াল পেজ ও যুগ্ম আহ্বায়ক মহরম হাসান মাহিমের ভেরিফাইড আইডিতে এক বিবৃতিতে এই কথা জানানো হয়।
৫ ফেব্রুয়ারি ছাত্রজনতা দুর্নীতির অভয়ারণ্য হিসেবে পরিচিত খুলনার “শেখ বাড়ি” মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, সাম্প্রতিক সময়ে শেখ বাড়ি নিয়ে চলমান ঘটনার কারণে দেশে অস্থিরতা সৃষ্টি হয়েছে, সংঘর্ষ, সহিংসতা ও জনজীবনে বিঘ্ন ঘটানো গ্রহণযোগ্য নয়, সংগঠনটি সহিংসতায় জড়িত নয়। যদি কেউ সহিংসতা করে, তার দায় সংগঠন নেবে না, সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংযত থাকার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করছি, কঠোর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনুন।
শেখ পরিবার এদেশের গরিবদের রক্ত চুষে অঢেল সম্পদের মালিক হয়েছে। এমন কোনো অপকর্ম নেই, যা ‘শেখ বাড়ি’ করেনি। ছাত্র জনতা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে।
এ ঘটনায় খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।