খুলনায় সন্ত্রাসীদের হামলায় যুবক গুরুতর জখম
খুলনায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে রাজ (২৫) নামে এক যুবক গুরুতর জখম হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে নগরীর লবনচরা থানাধীন কৃষ্ণনগর এলাকায় এ ঘটনা ঘটে। আহত রাজ ওই এলাকার শাহাজাহান শেখের ছেলে।
স্থানীয়রা জানান, মাদক কারবারি নিয়ে রাজের সঙ্গে প্রতিপক্ষ হালিম ও বাবুর দীর্ঘদিনের বিরোধ চলছিল। এ বিরোধের জেরে তাকে হত্যার পরিকল্পনা করছিল তারা। শুক্রবার রাতে সুযোগ পেয়ে হালিম ও বাবু রাজের ওপর চাপাতি ও রামদা দিয়ে হামলা চালায়। এতে রাজের শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম হয়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরে আহত রাজকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। লবনচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুজ্জামান জানান, মাদক কারবারি নিয়ে বিরোধের জেরে বাবু ও হালিম পরিকল্পিতভাবে রাজের ওপর হামলা চালিয়েছে। উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকায় নেওয়া হলেও শারীরিক অবস্থা অবনতি হওয়ায় আবার খুলনায় ফিরিয়ে আনা হয়।
রাজের পরিবার বাবু ও হালিমের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছে। তাদের গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।