খুলনায় সন্ত্রাসবিরোধী মামলায় ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি গ্রেফতার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অন্তর্ঘাতমূলক ভূমিকা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে খুলনা মহানগরীর ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আছিফুর রশিদ আছিফ (৫৫) কে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা বিভাগ।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৯ জুলাই) দৌলতপুর থানাধীন কেদারনাথ রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি নগরীর মহেশ্বরপাশা রেলিগেট এলাকার বাসিন্দা এবং মৃত আব্দুল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, চলতি জুলাই-আগস্ট মাসে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ব্যাহত করতে আছিফ সন্ত্রাসী তৎপরতা ও অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত জানতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কেএমপির সংশ্লিষ্ট কর্মকর্তা।