খুলনায় শহিদ পরিবারের সদস্যদের মাঝে নগদ চেক বিতরণ
খুলনায় শহিদ পরিবারের সদস্যদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে। রবিবার (১৯ মে) সকালে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এই চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি শহিদ পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন এবং তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আক্তার হোসেনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।
ট্যাগস :