খুলনায় রূপসা নদীতে লাইটার জাহাজ ডুবি, উদ্ধার অভিযানে কোস্টগার্ড
খুলনার রূপসা নদীতে দুর্ঘটনার কবলে পড়া লাইটার জাহাজ ‘এম ভি সেভেন সার্কেল – ২৩’ উদ্ধারে কাজ করছে কোস্টগার্ড। আজ ৩১ জানুয়ারি কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম উল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হারবারিয়া থেকে ১,১৭৫ টন সিমেন্ট তৈরির কাঁচামাল নিয়ে রূপসাগামী ‘এম ভি সেভেন সার্কেল – ২৩’ গত বৃহস্পতিবার রাতে রূপসা নদীর রেল ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হয়। এতে জাহাজটির পানির স্তর থেকে আনুমানিক দুই ফুট নিচে ক্ষতিগ্রস্ত হয়, ফলে দ্রুত পানি প্রবেশ করতে শুরু করে।
পরিস্থিতি অনুধাবন করে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এবং স্থানীয় সূত্রের মাধ্যমে কোস্টগার্ডের সহযোগিতা চাওয়া হয়। সাথে সাথে বিসিজি স্টেশন রূপসা একটি উদ্ধারকারী দল ও ডাইভিং বোটসহ ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রাথমিক পর্যবেক্ষণে দেখা যায়, নোঙররত লাইটার জাহাজটির অর্ধেকের বেশি অংশ ডুবে গেছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক আরও জানান, জাহাজে অবস্থানরত ১৩ জন ক্রু সবাই নিরাপদে আছেন এবং তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে কোস্টগার্ড উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং জাহাজটির মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।