খুলনায় যৌথ অভিযানে ৭ জুয়ারি আটক, সাড়ে তিন লাখ টাকা জব্দ
খুলনার দৌলতপুরে সেনাবাহিনী ও খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) যৌথ অভিযানে জুয়া খেলার সময় ৭ জন জুয়ারিকে আটক করা হয়েছে। রোববার (৬ এপ্রিল) সন্ধ্যায় দৌলতপুর থানাধীন পশ্চিম সেনপাড়ার মান্নান শেয়ালীর বাড়িতে এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে জুয়া খেলায় ব্যবহৃত ৪৯ সেট তাস এবং নগদ ৩ লাখ ৫৬ হাজার ৯২০ টাকা জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে দৌলতপুর থানায় জুয়া আইনে মামলা রুজু করে সোমবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলেন—ফুলতলা বাজার এলাকার মৃত মান্নান শেখের ছেলে সাধীন শেখ, কাশেম শেখ (২৬); পূর্ব বানিয়াখামার এলাকার মৃত শেখ শামসুর রহমানের ছেলে আনোয়ার হোসেন আনু (৪২); নড়াইল জেলার কালিয়া থানার খড়োলিয়া গ্রামের মৃত বিসারত বিশ্বাসের ছেলে জাকির হোসেন (৪৮); খুলনার দিঘলিয়া উপজেলার চন্দনীমহল গাজী পাড়ার মো. ইস্রাফিল গাজীর ছেলে পলাশ গাজী (৩৫); খুলনা সদরের নিক্সন মার্কেট এলাকার মৃত রাজা মুন্সির ছেলে খাঞ্জু মুন্সি (৩৮); সোনাডাঙ্গার বয়রা বাজার এলাকার মৃত শেখ শেরআলীর ছেলে শেখ আবু তালেব (৩৬) এবং দৌলতপুর মহেশ্বরপাশা এলাকার মৃত ইসমাইল গাজীর ছেলে শাহ আলম গাজী (৫২)।
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর আতাহার আলী জানান, আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।