খুলনায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে খুলনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ৫ আগস্ট (মঙ্গলবার) জুলাই শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও দিবস পালন করা হয়েছে।
সকালে নগরীর শিববাড়ি মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জুলাই শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা ও তাদের প্রতিনিধিরা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের খুলনা জেলা ও মহানগর ইউনিটসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন-খুলনার বিভাগীয় কমিশনার ও কেসিসি প্রশাসক মোঃ ফিরোজ সরকার, পুলিশের রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল করিম, কেএমপি পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোঃ মোশাররফ হোসেন, জেলা পরিষদ ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বাদ জোহর বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল ও মোনাজাত, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে নগরীর শিববাড়ি মোড়, হাদিস পার্ক, ময়লাপোতা মোড়, জোড়াগেট, গল্লামারী, রূপসা মোড় এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় নির্মিত চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
নগর ভবনে আয়োজন করা হয় শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা বৈষম্য ও ফ্যাসিবাদ মুক্ত একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এটি শুধু গণআন্দোলন নয়, বরং একটি জাতীয় পুনর্জাগরণ। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই অর্জন ধরে রাখতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেসিসি সচিব শরীফ আসিফ রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্বে) মশিউজ্জামান খান, এবং রাজস্ব কর্মকর্তা এস কে তাছাদুজ্জামান প্রমুখ।