খুলনায় মানবপাচার, অনিরাপদ অভিবাসন ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত
মানবপাচার, অনিরাপদ অভিবাসন ও বাল্যবিবাহ প্রতিরোধে খুলনায় শিক্ষার্থীদের অংশগ্রহণে এক সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩ জুলাই সকাল ১১টায় নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন মোহাম্মাদনগর মহিলা কামিল মাদ্রাসায় এ সেশনের আয়োজন করে মানবাধিকার সংগঠন জাস্টিস অ্যান্ড কেয়ার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার। তিনি বলেন, “মানবপাচার, অনিরাপদ অভিবাসন ও বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ সহজ কাজ নয়। তবে শিক্ষক-শিক্ষিকারা যদি সচেতনতার বার্তা শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেন, তবে এই অপরাধগুলো প্রতিরোধে তা বিশাল ভূমিকা রাখতে পারে।”
তিনি আরও বলেন, দেশজুড়ে নিরীহ মানুষেরা ভালো চাকরি, মডেলিং বা বিয়ের প্রলোভনে পড়ে মানবপাচারের শিকার হচ্ছেন। একবার পাচার হয়ে গেলে, বিশেষ করে যারা পাসপোর্ট ছাড়া বিদেশে যান, তাদের শনাক্ত ও উদ্ধার করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে।
“জাস্টিস অ্যান্ড কেয়ার বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পাচার হওয়া ভুক্তভোগীদের আইনি সহায়তা ও পুনর্বাসনে কাজ করছে,” বলেন পুলিশ কমিশনার।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “প্রতারণা ও অনলাইন হয়রানি থেকে বাঁচতে সচেতন থাকতে হবে। পরিবার বা শিক্ষককে না জানিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না।”
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে এওয়ারনেস কার্ড বিতরণ করা হয় এবং মানবপাচার ও বাল্যবিবাহ প্রতিরোধে পুলিশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
সেশনে জাস্টিস অ্যান্ড কেয়ারের কর্মকর্তা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।