খুলনায় মাদকের মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
খুলনায় মাদকের মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) রাতে নগরীর আঞ্জুমান রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত আসামির নাম শহিদুল ইসলাম সুমন। তিনি দৌলতপুর থানার রিয়াজুল ইসলামের ছেলে। শহিদুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারা ৩৬(১) ১০(ক) অনুযায়ী পরোয়ানা জারি ছিল।
আদালতের রায়ে শহিদুল ইসলামকে ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। গ্রেফতারের পর তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
দৌলতপুর থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে এবং সাজাপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
ট্যাগস :