খুলনায় মধ্যরাত থেকে ৬৪ থানায় চালু হচ্ছে ‘অনলাইন জিডি’ সেবা
খুলনা রেঞ্জের আওতাধীন ৬৪ থানায় আজ মধ্যরাত (২০ জুলাই দিবাগত রাত ১২টা) থেকে একযোগে চালু হচ্ছে ‘অনলাইন জিডি’ (সাধারণ ডায়েরি) সেবা। শনিবার (২০ জুলাই) বিকেলে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
ডিআইজি মো. রেজাউল হক জানান, প্রযুক্তির সহায়তায় সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এই অনলাইন জিডি কার্যক্রম শুরু হচ্ছে। এর মাধ্যমে সাধারণ মানুষ ঘরে বসেই মোবাইল অ্যাপের মাধ্যমে যেকোনো ধরনের জিডি করতে পারবেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, “Online GD” নামের মোবাইল অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে একবার রেজিস্ট্রেশন করলেই ব্যবহারকারী জিডি করতে পারবেন। রেজিস্ট্রেশন বা জিডি করতে কোনো সমস্যা হলে ২৪ ঘণ্টা চালু থাকা হেল্পলাইন নম্বর ০১৩২০০০১৪২৮-এ যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
ডিআইজি রেজাউল হক আরও বলেন, “ডুমুরিয়া থানা থেকে এই অনলাইন জিডি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। আগে শুধুমাত্র হারানো সংক্রান্ত বিষয়ের জন্য অনলাইন জিডি করা যেত। এখন থেকে সব ধরনের বিষয়েই অনলাইন জিডি করা যাবে, যা জনভোগান্তি হ্রাসের পাশাপাশি পুলিশের প্রতি মানুষের আস্থাও বাড়াবে।”
সংবাদ সম্মেলনে খুলনা রেঞ্জের বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।