খুলনায় মদ খেয়ে ৫ জনের মৃত্যু: ঘরোয়া মদ তৈরির হোতা আটক
খুলনায় ঘরে তৈরি দেশি মদ খেয়ে পাঁচ জনের মৃত্যুর ঘটনায় সেই মদ তৈরির হোতা ও বিক্রেতা শেখ মোসলেম আলীকে (৭৮) আটক করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) গভীর রাতে নগরীর রায়েরমহল এলাকার মালেক সড়কের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক মোসলেম আলী এলাকায় হোমিও চিকিৎসক হিসেবে পরিচিত। তার মালিকানাধীন “মাতৃশোধন হোমিও ফার্মেসি”র আড়ালে তিনি বাড়িতে বসেই বিভিন্ন রাসায়নিক উপাদান যেমন এলকোলি, ঘুমের ওষুধ এবং চুনের পানি দিয়ে মদ তৈরি করতেন বলে জানিয়েছে পুলিশ।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আবু তারেক বলেন, “আড়ংঘাটা থানার পূর্ব বিল পাবলা মদিনা নগর এলাকার একটি ঘেরে বসে কয়েকজন ব্যক্তি ওই মদ পান করেন। পরে অসুস্থ হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি হন। শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়।”
মৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন—খুলনা পাবলিক কলেজের দ্বিতীয় গেটসংলগ্ন এলাকার বাসিন্দা তোতা মিয়া (প্রথমে তার মৃত্যু স্বাভাবিক হিসেবে গণ্য করে মরদেহ পিরোজপুরে দাফন করা হয়), একই এলাকার গৌতম, বয়রা শেরের মোড় এলাকার সাহাবুদ্দিন সাবু, বয়রা মধ্যপাড়ার আফরোজ হোসেন বাবু এবং রায়েরমহল মল্লিক বাড়ির সাজ্জাদ।
এ ঘটনায় বয়রা দাসপাড়া এলাকার সনু নামে একজন এখনো খুলনা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, এমন ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের উৎস অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।