খুলনায় ভাড়া বাসা থেকে খুবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী তৌকির আহমেদ আবিদ আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
রোববার (৫ মে) দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন খানজাহান আলী থানার শাহ শিরিন সড়কের একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
বাড়ির কেয়ারটেকার সিয়াম জানান, তিনতলা ভবনের দ্বিতীয় তলায় একা থাকতেন আবিদ। দুপুর ১টার দিকে পাশের কক্ষের এক ব্যক্তি কোনো প্রয়োজনে তার কক্ষে গিয়ে অনেক ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে দরজার ছিদ্র দিয়ে উঁকি দিয়ে তিনি ছাদের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আবিদকে দেখতে পান।
পরে বিষয়টি স্থানীয় শিক্ষার্থী ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জানানো হলে তারা দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে এবং পুলিশে খবর দেয়।
আবিদের সহপাঠীদের ভাষ্য মতে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক চাপে ভুগছিলেন। তবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
তার মৃত্যুর খবরে বন্ধু, সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পুরো ক্যাম্পাসে চলছে শোকাবহ পরিবেশ।
পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।