খুলনায় ব্যবসায়ীকে জিম্মি করে চাঁদা দাবি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতা সহ ৯ জনের বিরুদ্ধে মামলা, ৮ জন কারাগারে
খুলনায় এক ব্যবসায়ীকে জিম্মি করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতা সহ মোট ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় বুধবার রাতে আটককৃত ৮ জনকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (১৫ মে) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ী বাপ্পী সরকার খুলনা মহানগরীর খালিশপুর থানায় মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন-আবু বকর সিদ্দিক রায়হান (যুগ্ম আহ্বায়ক, খুলনা মহানগর শাখা), এসএম শামুন ইশমাম (সহকারী মুখপাত্র), সোহেল শেখ, শেখ সাজ্জাদ, নাঈমুর রহমান, শেখ রাকিবুল ইসলাম, মোহিদুল ইসলাম রাজন, তৌহিদুল ইসলাম শাওন।
এছাড়া পলাতক রয়েছেন খুলনা মহানগরীর নির্বাহী সদস্য মনিরুজ্জামান টিপু।
বাপ্পী সরকারের স্ত্রী শাহানাজ বেগম জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে ৮/৯ জন যুবক তাদের বাসায় গিয়ে নিজেদের “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সমন্বয়ক” পরিচয়ে ঘরে প্রবেশ করে। তারা বাপ্পী সরকারকে বলেন, “আপনি আওয়ামী লীগকে টাকা দেন, আপনার কাছে অস্ত্র রয়েছে। ডিজিএফআই, এনএসআই ও পুলিশের অনুমোদন নিয়ে আমরা তদন্তে এসেছি। বাঁচতে হলে ৫ লাখ টাকা দিতে হবে।”
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর ও অপহরণের চেষ্টা চালানো হয়। স্ত্রী ও সন্তানের চিৎকারে আশপাশের মানুষ জড়ো হয়ে গেলে পরিস্থিতি পাল্টায়। খবর পেয়ে পুলিশ এসে ৮ জনকে আটক করে।
খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, “ঘটনাস্থল থেকেই ৮ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে পূর্বেও একই এলাকায় চাঁদাবাজির অভিযোগ রয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”