খুলনায় বোরকা পরে ব্যাংক ডাকাতি: ৮.৫৪ লাখ টাকা লুট, আটক ১
খুলনা নগরীর কদমতলা মোড়ে ডাচ-বাংলা ব্যাংকের একটি এজেন্ট শাখায় বোরকা পরে অভিনব কায়দায় ডাকাতি হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে এ ঘটনায় ৮ লাখ ৫৪ হাজার ৯৮০ টাকা লুট করে ডাকাতদল। এলাকাবাসীর সহায়তায় এক ডাকাতকে ধরলেও এখনও উদ্ধার হয়নি লুট হওয়া টাকা। ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের বরাত দিয়ে জানা গেছে, দুপুরে বোরকা পরে নারী সেজে এক ডাকাত ‘মেসার্স নিউ মোদিনা ভান্ডার’ নামের এজেন্ট ব্যাংকিং আউটলেটে প্রবেশ করে। কিছুক্ষণের মধ্যেই সে ছুরি বের করে এজেন্ট বেলায়েত হোসেন বকুলকে ভয় দেখায়। প্রতিরোধের চেষ্টা করলে তাকে মেঝেতে ফেলে হাত, পা ও মুখ বেঁধে ফেলে ডাকাত। এরপর ক্যাশ থেকে টাকা নিয়ে বাইরে অপেক্ষমাণ সহযোগীদের হাতে ব্যাগটি তুলে দেয়।
পরে হাত-পা বাঁধা অবস্থাতেই এজেন্ট বকুল বাইরে বের হয়ে চিৎকার করলে স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা এগিয়ে আসে এবং বোরকা পরিহিত ডাকাতকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। আটক ব্যক্তি মাসুদ রানা সাজ্জাদ, বাড়ি বাগেরহাটের মোল্লাহাটে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে রয়েছেন।
এ ঘটনায় খুলনা সদর থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার সানোয়ার হোসেন মাসুম। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাঈদ বলেন, “লুট হওয়া টাকা উদ্ধারে অভিযান চলছে এবং জড়িত অন্যদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।”
ভুক্তভোগী এজেন্ট বেলায়েত হোসেন বলেন, “আমি একা কাউন্টারে বসা ছিলাম। নারী ভেবে ভয় পেয়েছিলাম। বুঝতে পারিনি সে ছদ্মবেশে ডাকাত। টাকা নিয়ে যাওয়ার পর স্থানীয়দের সহায়তায় একজনকে ধরা সম্ভব হয়েছে, তবে টাকা উদ্ধার হয়নি।”
ডাকাতির ঘটনায় কদমতলা বাজার এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ব্যবসায়ীরা অভিযোগ করছেন, ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ টাকা উদ্ধার কিংবা ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেফতার করতে পারেনি। তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন।