খুলনায় বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে সংঘর্ষ
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের গেট সংলগ্ন এলাকায় চাঁদার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্রদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের গেট সংলগ্ন পুরাতন আওয়ামী লীগের অফিস, যা বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্রদের দখলে রয়েছে, সেখানে সংঘর্ষের সূত্রপাত হয়।
জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মেডিকেল কলেজ প্রতিনিধি বনি ও মিরাজ চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে মতবিরোধে জড়িয়ে পড়েন। এ নিয়ে উভয় পক্ষ হাতাহাতিতে লিপ্ত হয়। সংঘর্ষের ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, যা আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়।
পরবর্তীতে যৌথ বাহিনী দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে সংঘর্ষ বন্ধ হয় এবং বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।
এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। তবে স্থানীয়রা জানান, শিক্ষার্থীদের মধ্যে বিরোধের কারণে এ ধরনের ঘটনা ক্রমেই বাড়ছে, যা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।