খুলনায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
“জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৭ এপ্রিল (সোমবার) সকালে খুলনা সিভিল সার্জন দপ্তরের সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. মোঃ মনজুরুল মুরশিদ। তিনি বলেন, “স্বাস্থ্যসেবা প্রদানকারীদের মধ্যে সেবার মানসিকতা গড়ে তুলতে পারলেই সাধারণ মানুষ প্রকৃত স্বাস্থ্যসেবা পাবে। রোগের চিকিৎসার চেয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া আরও গুরুত্বপূর্ণ। এজন্য জনসচেতনতা বাড়াতে হবে।”
তিনি আরও বলেন, “গর্ভবতী মায়েদের হাসপাতাল ভিত্তিক প্রসবের হার বাড়লেও তা শতভাগে উন্নীত করতে হবে। পাশাপাশি বাল্যবিবাহ পুরোপুরি রোধ করা না গেলে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হার শূন্যের কোঠায় নামানো সম্ভব নয়।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা সিভিল সার্জন ডা. মোছা: মাহফুজা খাতুন এবং সঞ্চালনা করেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম গাজী, ডেপুটি সিভিল সার্জন ডা. সৈকত মো. রেজওয়ানুল হক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী ডা. আরিফুল ইসলাম।
সভায় আরও বক্তব্য রাখেন কোঅর্ডিনেটর (মেডিকেল অফিসার) ডা. দোলেনা খাতুন। অনুষ্ঠানে পাওয়ার পয়েন্টের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ে নানা গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভেইলেন্স অ্যান্ড ইমিউনাইজেশন মেডিকেল অফিসার ডা. নাজমুর রহমান সজিব।
আলোচনা সভার আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা সিভিল সার্জন কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
অনুষ্ঠানে চিকিৎসক, নার্স, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।