খুলনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
খুলনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ ওবায়দুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর ৩টার দিকে নগরীর হরিনটানা থানার বিপরীতে মম মার্কেটের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ওবায়দুল ইসলাম লবনচরা থানাধীন মোহাম্মদ নগর এলাকার সাহার উদ্দিন হাওলাদারের ছেলে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, ওবায়দুল ইসলাম মুরগির গাড়ির ছাদে উঠে কাজ করছিলেন। এ সময় দুর্ঘটনাবশত উপর দিয়ে ঝুলে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাড়ির নিচে পড়ে যান এবং অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লবনচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।