খুলনায় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী গ্রেপ্তার
খুলনার লবনচোরা থানা পুলিশের অভিযানে বিদেশি পিস্তলসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর কেডিএ ময়ুর আবাসিক এলাকার বি-ব্লকের পূর্ব পাশে একটি চৌরাস্তার চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম হাফিজুল শেখ (২৪)। তিনি দৌলতপুর থানার দত্তবাড়ি তরুণসেনা রোড এলাকার ইউসুফ শেখের পুত্র।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মিডিয়া উইং সূত্রে জানা যায়, শনিবার সকালে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে চেকপোস্ট বসায় লবনচোরা থানা পুলিশ। সন্দেহ হলে হাফিজুল শেখকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় তার কোমরে থাকা একটি ম্যাগাজিনসহ ২ রাউন্ড গুলি ভর্তি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাফিজুল পিস্তলের মালিকানা স্বীকার করেছে। তার বিরুদ্ধে হরিণটানা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্র আরও জানায়, হাফিজুল একটি সন্ত্রাসী গ্রুপের সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার অতীত কর্মকাণ্ড ও পেছনের চক্র শনাক্তে তদন্ত চলছে।