খুলনায় বিএনপি কার্যালয়ের সামনে মহিলা নেত্রীকে মারধর, মহানগর কমিটি বিলুপ্ত
খুলনা মহানগর বিএনপি কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের অভ্যন্তরীণ কোন্দল চরমে উঠেছে। এতে দলের মহানগর শাখার যুগ্ম সম্পাদক সৈয়দা আরিফা আশরাফি চুমকি মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর মহিলা দলের কেন্দ্রীয় নেতৃত্ব খুলনা মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে।
ঘটনাটি ঘটে গত ২ মে (শুক্রবার) বিকালে। চুমকি অভিযোগ করেন, কার্যালয়ে এক প্রস্তুতি সভা শেষে বের হওয়ার সময় মহিলা দলের অপর পক্ষের কয়েকজন—শারমিন মুন্নী জাহান, পুতুল, কাকলি, মদিনা, রেশমি ও সালমা—তাকে ধাওয়া করে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। তারা সবাই মহিলা দলের সভানেত্রী আফরোজা খানম এলিজার অনুসারী বলে দাবি করেন তিনি।
তবে এ বিষয়ে আফরোজা খানম এলিজা দাবি করেন, “দলীয় কার্যালয়ে কিছুই ঘটেনি। শুনেছি, চুমকি অন্যদের গালাগাল করেছিল, ফলে উত্তেজনা তৈরি হয়।”
এই ঘটনার পর ৩ মে মহিলা দলের কেন্দ্রীয় সভানেত্রী আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে খুলনা মহানগর মহিলা দলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন কমিটি শিগগিরই গঠন করা হবে।
এ বিষয়ে খুলনা মহানগর বিএনপি সভাপতি অ্যাড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন চুমকি।