খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, নতুন কমিটি গঠন
খুলনা মহানগর বিএনপি আগামী ৩০ আগস্টের মধ্যে ওয়ার্ড ও থানার পুনার্ঙ্গ কমিটি জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১টায় নগরীর একটি হোটেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে মহানগর বিএনপি সভাপতি এ্যাড: শফিকুল আলম মনাকে উপদেষ্টা এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনকে আহ্বায়ক করা হয়। এছাড়া শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশীদ মিরাজ সহ সকল থানা বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদক ও অঙ্গ সংগঠনের প্রধানদের সদস্য করে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটি গঠন করা হয়।
সভায় ৪ দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং চলমান সদস্য সংগ্রহ কার্যক্রম আরও গতিশীল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খুলনা মহানগর বিএনপি সভাপতি শফিকুল আলম মনা বলেন, “নির্বাচনকে সামনে রেখে বিএনপির বিরুদ্ধে জামায়াত ইসলামী ও এনসিপি ষড়যন্ত্র করছে। নেতাকর্মীদের নামে কুৎসা রটানো হচ্ছে যাতে তারা ভোটের রাজনীতিতে সুবিধা পায়। খুলনা সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং অপপ্রচারের অংশ।” তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশীদ মিরাজ, কেএম হুমায়ুন কবীর, শেখ হাফিজুর রহমান মনি, মুর্শিদ কামাল, এ্যাড: শেখ মোহাম্মাদ আলী, মোঃ হাবিবুর রহমান বিশ্বাস, শেখ ইমাম হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, আসাদুজ্জামান আসাদ, মুক্তিযোদ্ধা দলের আলমগীর হোসেন, ওয়াহিদুর রহমান, মহিলা দলের নার্গিস আলী, এ্যাড: হালিমা আক্তার, আইনজীবী ফোরামের এ্যাড: তৌহিদুর রহমান চৌধুরী তুষার, যুবদলের আব্দুল আজিজ সুমন, রবিউল ইসলাম রুবেল, স্বেচ্ছাসেবক দলের মিরাজুর রহমান মিরাজ, কৃষক দলের আক্তারুজ্জামান সজিব তালুকদার, জাসাসের এম এ জলিল, শ্রমিক দলের আবু দাউদ দীন মোহাম্মদ, আলমগীর হোসেন তালুকদার, মিডিয়া সেলের মিজানুর রহমান মিল্টন, রকিবুল ইসলাম মতি, খালিশপুর থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস প্রমুখ।