খুলনায় বিএনপির বিক্ষোভে ইউপি চেয়ারম্যান দিদারের মৃত্যু
ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে আয়োজিত বিএনপির বিক্ষোভ সমাবেশ চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ দিদারুল হোসেন দিদার। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৫টার দিকে খুলনা শহরের শিববাড়ি মোড়ে এ ঘটনা ঘটে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাগেছে, বিএনপি নেতা শেখ দিদারুল হোসেন বিক্ষোভ সমাবেশে অংশ নিতে ডুমুরিয়া থেকে খুলনায় আসেন। তিনি মঞ্চের ডান পাশে নেতৃবৃন্দের বক্তব্য শুনছিলেন। এ সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন এবং পড়ে যান। সঙ্গে সঙ্গে তাঁকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিএনপি নেতা শেখ দিদারুল হোসেনের মৃত্যুতে খুলনা বিএনপির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
শোকবার্তা দিয়েছেন-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু, মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা সদস্যসচিব শেখ আবু হোসেন বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. মোমরেজুল ইসলাম, মহানগর সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রশীদ মিরাজ।
শেখ দিদারুল হোসেনের জানাজার নামাজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় রানাই মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।
তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।