খুলনায় বিএনপির বিক্ষোভ সমাবেশে ইউপি চেয়ারম্যান দিদারের মৃত্যু
ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন খুলনার ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা শেখ দিদারুল ইসলাম দিদার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকাল ৫টার দিকে নগরীর শিববাড়ি মোড়ে বিক্ষোভ চলাকালীন এ মর্মান্তিক ঘটনা ঘটে। শেখ দিদারুল ইসলাম দিদার ছিলেন খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও খর্নিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি।
মরহুমের নামাজে জানাজা শুক্রবার সকাল সাড়ে ১০টায় রানাই মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক সহকর্মী ও এলাকাবাসীরা দিদারের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।