খুলনায় পাইপ লাইনে গ্যাস সরবরাহের দাবিতে নাগরিক সমাজের স্মারকলিপি
খুলনায় পাইপ লাইনে গ্যাস সরবরাহের দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেছে খুলনা নাগরিক সমাজ। মঙ্গলবার (২০ আগস্ট) বিকেল ৩টায় নগর ভবনে খুলনা বিভাগীয় কমিশনার ও কেসিসি প্রশাসক মো: ফিরোজ সরকারের নিকট স্মারকলিপিটি হস্তান্তর করা হয়।
নাগরিক সমাজের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আ.ফ.ম. মহসীন এবং সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদারের নেতৃত্বে স্মারকলিপি প্রদান করা হয়। এসময় নিজামুর রহমান লালু, মিজানুর রহমান বাবু, সরদার আবু তাহের, এস এম দেলোয়ার হোসেন, এস কে তাছাদুজ্জামান, জামাল মোড়ল, মিলন বিশ্বাস, রহমত আলী, শাহীন হাওলাদার, এস এম রোহানসহ নাগরিক সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়, খুলনায় গ্যাস সরবরাহের জন্য ২০১২ সালে ভেড়ামারা থেকে খুলনা পর্যন্ত ১৬৫ কিলোমিটার পাইপলাইন স্থাপনের কাজ শুরু হলেও পরবর্তীতে প্রকল্পটি বাতিল করা হয়। পরবর্তীতে ভোলা-বরিশাল-খুলনা রুটে গ্যাস সরবরাহের পরিকল্পনা করা হলেও ২০২৫ সালের ৫ মার্চ হঠাৎ করে তা স্থগিত করে ভোলা-বরিশাল-ঢাকা রুটে প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।
এতে খুলনা অঞ্চলের শিল্পোন্নয়নের সম্ভাবনা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে বলে উল্লেখ করা হয়। নাগরিক সমাজ জানায়, খুলনায় গ্যাস সরবরাহ নিশ্চিত করা গেলে, বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানা পুনরায় চালু করা সম্ভব, নতুন নতুন শিল্প গড়ে উঠবে, বিপুল কর্মসংস্থান সৃষ্টি হবে, দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর ও পদ্মা সেতু ব্যবহারের সুযোগ বাড়বে।
স্মারকলিপিতে বলা হয়, কেবল রাজধানী-কেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনা মারাত্মক বৈষম্যমূলক। খুলনার মতো সম্ভাবনাময় অঞ্চলে গ্যাস সরবরাহ না করলে জাতীয় উন্নয়ন কখনও সুষম হবে না।
নাগরিক সমাজ জোর দিয়ে জানায়, খুলনায় গ্যাস সরবরাহ কোনো দয়া বা অনুগ্রহ নয়; বরং এটি জাতীয় উন্নয়নের অপরিহার্য শর্ত।