খুলনায় পাইপ লাইনে গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান ও স্মারকলিপি প্রদান
খুলনায় ভোলা-বরিশাল-খুলনা গ্যাস পাইপলাইন প্রকল্পে রুট পরিবর্তনের বিরোধিতা এবং দ্রুত পাইপ লাইনে গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছে বৃহত্তর খুলনা উন্নয়ন সমন্বয় সংগ্রাম কমিটি।
আজ ১৬ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১১টায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান এর সভাপতিত্বে কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, খুলনার উন্নয়নের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে যেতে হয়েছে। খুলনার অধিকাংশ কলকারখানা বন্ধ হয়ে গেছে, নগরী হয়ে পড়েছে মৃতপ্রায়। পাইপ লাইনে গ্যাস সরবরাহ না হলে এখানে নতুন কোনো শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠবে না। তাই দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামার আহ্বান জানান তারা।
বক্তব্যে আরও উঠে আসে-মোংলা বন্দরের সম্ভাবনা থাকা সত্ত্বেও যাতায়াতব্যবস্থার দুর্বলতা ও গ্যাস সরবরাহ না থাকায় বিদেশি বিনিয়োগ আসছে না। বন্দরের কার্যকারিতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ বিমানবন্দর স্থাপন জরুরি। খুলনার প্রবেশদ্বারে কঠোর অবস্থান কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ের হুঁশিয়ারি।
কর্মসূচিতে অংশগ্রহণ করেন খুলনা মহানগর বিএনপি সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, কমিটির মহাসচিব অ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ, জামায়াতের মহানগর আমীর মাহফুজুর রহমান, নাগরিক সমাজের সভাপতি রকিবুল আলম সাচ্চু, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. খান মনিরুজ্জামান, এবং অন্যান্য নেতৃবৃন্দ।
সমাপ্তি বক্তব্যে সভাপতি শেখ আশরাফ উজ জামান ঘোষণা দেন, যদি এই দাবি মানা না হয়, তাহলে আগামী মাসে ‘গণঅবস্থান কর্মসূচি’র মতো আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
বেলা ১২টায় কর্মসূচি শেষ হয় এবং ১২টা ১৫ মিনিটে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।