খুলনায় নারী সাংবাদিকদের প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু
খুলনায় শুরু হয়েছে “নারী সাংবাদিকদের প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন” শীর্ষক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি। শুক্রবার (৯ আগস্ট) সকালে নগরীর হোটেল রয়েল ইন্টারন্যাশনালে এ প্রশিক্ষণের উদ্বোধন হয়।
এশিয়া ফাউন্ডেশন ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের সহযোগিতায় নিউজ নেটওয়ার্ক এই প্রশিক্ষণের আয়োজন করেছে। এতে খুলনার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত ১৬ জন নারী সাংবাদিক অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রথম দিনের শুরুতে প্রশিক্ষণার্থীদের প্রত্যাশা নির্ধারণ ও প্রশিক্ষণের প্রাক-মূল্যায়ন করেন নিউজ নেটওয়ার্কের প্রশিক্ষক, বিশিষ্ট সাংবাদিক জিয়াউর রহমান। পরে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে আলোচনা করেন নিউজ নেটওয়ার্কের সম্পাদক শহিদুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন নিউজ নেটওয়ার্কের খুলনা সমন্বয়ক দিদারুল আলম ও কর্মকর্তা রেজাউল করিম। প্রশিক্ষণ চলবে আগামী ১১ আগস্ট পর্যন্ত।