খুলনায় নাবালিকা ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
খুলনায় নাবালিকা ধর্ষণ মামলার প্রধান আসামি মিজানুর রহমান খোকন (৫০) কে গ্রেপ্তার করেছে র্যাব-৬। রবিবার (২০ এপ্রিল) রাতে খুলনার বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে থানায় হস্তান্তরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
র্যাব-৬ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ এপ্রিল রাতে বটিয়াঘাটা উপজেলার একটি গ্রামে খাবার কিনে বাড়ি ফেরার পথে ভিকটিমকে প্রতিবেশী খোকন ফাঁদে ফেলে। ‘তোমার বাবা ডাকছে’—এমন কথা বলে তাকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে খোকনসহ আরও কয়েকজন মিলে ওই নাবালিকাকে দলবদ্ধভাবে ধর্ষণ করে পালিয়ে যায়।
এ ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি পুলিশ ও র্যাবের নজরে এলে র্যাব ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে আসামি মিজানের অবস্থান শনাক্ত করে র্যাব-৬-এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, “আসামি মিজানকে র্যাব থানায় হস্তান্তর করেছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং রিমান্ড চেয়ে আবেদন করা হবে।”