খুলনায় নববর্ষ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
খুলনায় পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা আজ ৮ এপ্রিল সকালে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, আগামী ১৪৩২ বাংলা নববর্ষ যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে উদযাপন করা হবে। অনুষ্ঠানের শুরু হবে সকাল ৮ টায় খুলনা রেলওয়ে স্টেশন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে, যা শহীদ হাদিস পার্কে গিয়ে শেষ হবে। শোভাযাত্রা শেষে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
এছাড়াও, বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ে শিশুদের জন্য চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা আয়োজন করবে। খুলনা বিভাগীয় জাদুঘরও সবার জন্য উন্মুক্ত থাকবে। পহেলা বৈশাখে জেলখানা ও সরকারি শিশু পরিবারগুলোতে দেশীয় ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হবে।
সভায় মঙ্গল শোভাযাত্রায় ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো কোনো কিছু থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, কেএমপির সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শিহাব করিম, খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।