ঢাকা ০২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় নতুন দল প্রকাশ্যে আসবে রোববার

মোঃ রবিউল হোসেন খান, খুলনা::

ছবি: চেকপোস্ট

চব্বিশের গৌরবময় গণঅভ্যুত্থানের ইমেজ ধরে রাখতে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আগামী রোববার খুলনায় আত্মপ্রকাশ করবে। খুলনা ক্লাবে ইফতার মাহফিলের মধ্যে দিয়ে দলটি প্রকাশ্যে আসবে। এতে ৮টি রাজনৈতিক দলসহ দুই হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

ঈদের পরে খুলনা ও নগরের সাংগঠনিক রূপ নেওয়ার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে জেলা ও নগর পর্যায়ে সদস্য সংগ্রহ অভিযান চলছে। দল আত্মপ্রকাশের দিন খুলনা থেকে ৫০টি বাসযোগে স্থানীয় কর্মীরা ঢাকার অনুষ্ঠানে যোগ দেবেন।

এ দল ২৮ ফেব্রুয়ারি জাতীয় সংসদ প্রাঙ্গণে আত্মপ্রকাশ করে। জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী কয়েকজন খুলনায় দলটি সংগঠিত করতে নেমেছে। তাদের সাথে কয়েকজন বুদ্ধিজীবীও সম্পৃক্ত হয়েছেন। দক্ষিণাঞ্চলের বড় জেলা যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা ও খুলনায় দল সংগঠিত করার দায়িত্ব পালন করছেন মেজবাহ কামাল মুন্না।

রোববার ইফতার মাহফিলে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, খেলাফত মসলিস, হেফাজতে ইসলাম এবং ইমাম পরিষদের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দও এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

দলের কর্মী ও সংগঠকরা ইফতার সামগ্রীর জন্য জন প্রতি ৪০০ টাকা এবং উপহার সামগ্রী বাবদ ২ শত টাকা ব্যয় করবে। অনুষ্ঠানে মোট ব্যয় প্রায় ১৪ লাখ টাকা হবে।

দলীয় কর্মী ও সংগঠকদের মধ্যে নতুন মুখদের সম্পৃক্ত হওয়ার প্রবণতা রয়েছে, বিশেষ করে যারা ইতিমধ্যে সদস্য সংগ্রহ করেছেন তারা নেতৃত্বে আসবেন। দলের সঙ্গে সম্পৃক্ত হওয়া উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে আছেন, সোনাডাঙ্গা থানার ব্যবসায়ী আহমেদ ফরিদ পাঠান, ডুমুরিয়ার তানজিল মাহমুদ, গাজী মেডিকেল কলেজ ও হাসপাতালের ডা: শরীফ আশরাফুল হাবিব সাজিদ, দৌলতপুরের ইঞ্জিনিয়ার আশিকুর রহমান রাতুল, খানজাহানআলী থানার জাহিদুর রহমান প্রিন্স ও ডা: এস এম খালেদুজ্জামান প্রমুখ।

এদিন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আহম্মদ হামিম রাহাত, মিহাজুল আবেদিন সম্পদ, খুবির আল শাহরিয়ার, রমজান শেখ, সাইফ নেওয়াজ, খুবির প্রাক্তন ছাত্র মুশফিক শামস মেনান, তরুণ সাংবাদিক মো: সাইফুল ইসলাম, মিরাজুল ইসলাম ইমন, মো: হাসিবুর রহমান, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠন সাজিদুল ইসলাম বাপ্পী, মোঃ মিরাজ হোসেনসহ আরও অনেক নেতৃবৃন্দ।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৫:০০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
৫৩৪ বার পড়া হয়েছে

খুলনায় নতুন দল প্রকাশ্যে আসবে রোববার

আপডেট সময় ০৫:০০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

চব্বিশের গৌরবময় গণঅভ্যুত্থানের ইমেজ ধরে রাখতে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আগামী রোববার খুলনায় আত্মপ্রকাশ করবে। খুলনা ক্লাবে ইফতার মাহফিলের মধ্যে দিয়ে দলটি প্রকাশ্যে আসবে। এতে ৮টি রাজনৈতিক দলসহ দুই হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

ঈদের পরে খুলনা ও নগরের সাংগঠনিক রূপ নেওয়ার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে জেলা ও নগর পর্যায়ে সদস্য সংগ্রহ অভিযান চলছে। দল আত্মপ্রকাশের দিন খুলনা থেকে ৫০টি বাসযোগে স্থানীয় কর্মীরা ঢাকার অনুষ্ঠানে যোগ দেবেন।

এ দল ২৮ ফেব্রুয়ারি জাতীয় সংসদ প্রাঙ্গণে আত্মপ্রকাশ করে। জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী কয়েকজন খুলনায় দলটি সংগঠিত করতে নেমেছে। তাদের সাথে কয়েকজন বুদ্ধিজীবীও সম্পৃক্ত হয়েছেন। দক্ষিণাঞ্চলের বড় জেলা যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা ও খুলনায় দল সংগঠিত করার দায়িত্ব পালন করছেন মেজবাহ কামাল মুন্না।

রোববার ইফতার মাহফিলে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, খেলাফত মসলিস, হেফাজতে ইসলাম এবং ইমাম পরিষদের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দও এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

দলের কর্মী ও সংগঠকরা ইফতার সামগ্রীর জন্য জন প্রতি ৪০০ টাকা এবং উপহার সামগ্রী বাবদ ২ শত টাকা ব্যয় করবে। অনুষ্ঠানে মোট ব্যয় প্রায় ১৪ লাখ টাকা হবে।

দলীয় কর্মী ও সংগঠকদের মধ্যে নতুন মুখদের সম্পৃক্ত হওয়ার প্রবণতা রয়েছে, বিশেষ করে যারা ইতিমধ্যে সদস্য সংগ্রহ করেছেন তারা নেতৃত্বে আসবেন। দলের সঙ্গে সম্পৃক্ত হওয়া উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে আছেন, সোনাডাঙ্গা থানার ব্যবসায়ী আহমেদ ফরিদ পাঠান, ডুমুরিয়ার তানজিল মাহমুদ, গাজী মেডিকেল কলেজ ও হাসপাতালের ডা: শরীফ আশরাফুল হাবিব সাজিদ, দৌলতপুরের ইঞ্জিনিয়ার আশিকুর রহমান রাতুল, খানজাহানআলী থানার জাহিদুর রহমান প্রিন্স ও ডা: এস এম খালেদুজ্জামান প্রমুখ।

এদিন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আহম্মদ হামিম রাহাত, মিহাজুল আবেদিন সম্পদ, খুবির আল শাহরিয়ার, রমজান শেখ, সাইফ নেওয়াজ, খুবির প্রাক্তন ছাত্র মুশফিক শামস মেনান, তরুণ সাংবাদিক মো: সাইফুল ইসলাম, মিরাজুল ইসলাম ইমন, মো: হাসিবুর রহমান, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠন সাজিদুল ইসলাম বাপ্পী, মোঃ মিরাজ হোসেনসহ আরও অনেক নেতৃবৃন্দ।