খুলনায় দুই মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড
খুলনায় ফেনসিডিল বহনের দায়ে দুই মাদক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (১৮ মে) খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ঝাপঘাট গ্রামের শেখ হাসান আলী (পিতা: রুহুল আমিন) এবং একই এলাকার জাহিদুল ইসলাম (পিতা: ডা. মো. নজরুল ইসলাম)।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২২ জুন খুলনার হরিণটানা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালায়। মোস্তফার মোড় থেকে একটি ট্রাকে করে মাদকের চালান যাচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ চেকপোস্ট বসিয়ে ট্রাকটি থামিয়ে তল্লাশি করে।
তল্লাশির সময় ট্রাকচালক জাহিদুজ্জামান ও তার পাশে বসা শেখ হাসান আলীর আসনের নিচে রাখা প্লাস্টিকের বস্তা থেকে ১৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, এসব ফেনসিডিল ভারত থেকে এনে বরিশালের বকুলতলার শাহ আলমের কাছে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন।
এ ঘটনায় হরিণটানা থানার এসআই সাজ্জাদুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন (মামলা নম্বর: ৬, তারিখ: ২২/০৬/২০১৪)। একই বছরের ২১ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. রাসেল সরোয়ার অভিযুক্ত দুইজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত রায় ঘোষণা করেন।