খুলনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
খুলনা নগরীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ মে) রাত পৌনে ৯টার দিকে রেলস্টেশন সংলগ্ন ৪ নম্বর পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ জানায়, সীমান্ত এক্সপ্রেস ট্রেন ওয়াস ফিল্ড থেকে খুলনা স্টেশনে প্রবেশের সময় দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবকের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তার বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে।
রাতের অন্ধকারে কিভাবে যুবক ট্রেনের নিচে পড়লো তা নিশ্চিত করে বলা সম্ভব হয়নি। খুলনা রেলওয়ে থানার ওসি মো. ফেরদৌস আলম খান বলেন, যুবকের পরিচয় শনাক্তে সিআইডি ও পিবিআইকে খবর দেওয়া হয়েছে। তারা প্রযুক্তির মাধ্যমে পরিচয় শনাক্তে কাজ করছেন।
ট্যাগস :