খুলনায় ট্রেনের ধাক্কায় পথচারী নিহত
খুলনা মহানগরীর দৌলতপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় মোঃ হেলাল (৪৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) সকাল ৮টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোঃ হেলাল রেললাইন পার হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাথা ও পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ট্রেন চলাচল নিরাপদ করতে এবং পথচারীদের সচেতনতা বৃদ্ধিতে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে স্থানীয়রা।
ট্যাগস :